আরেফিন সুমনঃ
জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার (১৯ আগষ্ট) দুপুর ১২ টায় দিকে মৃত্যু হয় প্রসূতি রোকসানা বেগমের।ওইদিন ভোর ৬টায় রোগীকে সিজারিয়ান অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। মারা যায় দুপুর ১২ টায়।
প্রসূতি রোকসানা, উপজেলার মোশারফগঞ্জ গ্রামের কৃষক রাসেল মিয়ার স্ত্রী। স্বজনদের অভিযোগ রোগী ভর্তির ছয়ঘন্টা পেরিয়ে গেলেও কোন চিকিৎসক সেবা দিতে আসেনি, চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয় প্রসূতি রোকসানা বেগমের।
এব্যপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে, এবং উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি