ঢাকাবৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

ডাক্তার না হয়েও করতেন অপারেশন, শিক্ষার্থীদের হাতে ধরা

বার্তা কক্ষ
আগস্ট ২২, ২০২৪ ১০:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

যশোরের কেশবপুরে বিশেষজ্ঞ ডাক্তার ছাড়াই মডার্ন হাসপাতালে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) দিয়ে সিজার করার অভিযোগে ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করে দেওয়া হয়েছে। 

সোমবার (১৯ জুলাই) দুপুরে অপারেশন থিয়েটারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সিলগালা করে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, পৌর শহরের মডার্ন হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার ছাড়াই অবসরপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) মোস্তফা কামরুজ্জামান সিজারিয়ান অপারেশন করছিলেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ক্লিনিকের অপারেশন থিয়েটারে গিয়ে সেকমো মোস্তফা কামরুজ্জামানকে হাতেনাতে ধরে ফলে। তিনি নিজে চিকিৎসক না হয়েও এনেসথেশিয়া ছাড়াই অপারেশন করার প্রমাণ মেলাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা স্বাস্থ্য বিভাগকে অবহিত করেন। 

এরই পরিপ্রেক্ষিতে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ প্রতিনিধিদল মডার্ন হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর, মেডিকেল অফিসার ডা. এসএম আবু জাহিদ ও ডা. জিএমএসকে ডালিম।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, বিশেষজ্ঞ ডাক্তার ছাড়াই মডার্ন হাসপাতালে সেকমো দিয়ে অপারেশন করার বিষয়ে সত্যতা পেয়ে ক্লিনিকের অপারেশন থিয়েটারটি সিলগালা করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত হাসপাতালের অপারেশন কার্যক্রম বন্ধ থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি