ঢাকাশুক্রবার , ৯ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে জামায়াত আমির

বার্তা কক্ষ
আগস্ট ৯, ২০২৪ ১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের সংগঠনের ছেলেরা লাঠি হাতে নিয়ে মন্দির পাহারা দিচ্ছে। আমরা বলে দিয়েছি, কোনো দুর্বৃত্ত যদি মন্দিরে হামলা করতে আসে তাদের অবশ্যই প্রতিরোধ করতে। কোনো ছাড় দিবেন না।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে যান জামায়াতের শীর্ষ নেতারা। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

এরপর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে যান জামায়াতের শীর্ষ নেতারা। এসময় হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বিভিন্ন মন্দিরে হামলা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নিন্দা জানাই এবং এ ধরনের জঘন্য ঘটনা ঘৃণা করি। আমাদের সংগঠনের ছেলেরা লাঠি হাতে নিয়ে মন্দির পাহারা দিচ্ছে। আমরা বলে দিয়েছি যে, কোনো দুর্বৃত্ত যদি এ ধরনের কাজ করতে আসে তাদেরকে অবশ্যই প্রতিরোধ করতে। কোনো ছাড় দিবে না।

অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে জামায়াতের শফিকুর রহমান বলেন, আমরা হলাম দ্বিতীয় অংশ। এবারের বিজয়ের প্রধানতম অংশ হলো ছাত্র তরুণরা। আমরা তাদের তালিকাকে জনগণের তালিকা মনে করি। আমরা চাই দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি তার জায়গায় চলে আসুক। দুর্বৃত্তরা যেন নৈরাজ্য করার সুযোগ না পায়। কেননা, ঢাকা মহানগরী সহ বিভিন্ন জায়গায় ডাকাত দল হানা দিয়েছে। আমরা বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত না আইনশৃঙ্খল পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত দুর্বৃত্তরা নৈরাজ্যের সুযোগ নিবে। আমরা জামায়াতে ইসলামী অকল্যাণ চাইতে পারি না। আইনশৃঙ্খলা ফেরাতে প্রশাসন যে ধরনের উদ্যোগ নেবে আমরা মন থেকে উজাড় করে সমর্থন জানাবো।

এ সময় উপস্থিত ছিলেন  জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেন, মুহা. কামাল হোসাইন ও ড. আবদুল মান্নানসহ কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি