ঢাকাবৃহস্পতিবার , ৬ জুন ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

দ্বিতীয় জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে আমেরিকা

বার্তা কক্ষ
জুন ৬, ২০২৪ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডাকে উড়িয়ে দেয় যুক্তরাষ্ট্র। অভিষেকে রেকর্ড গড়া জয়ের পর এবার স্বাগতিকদের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরের শিরোপা জয়ী পাকিস্তান।

বৃহস্পতিবার (৬ জুন) ডালাসের গ্র্যান্ড প্রারি স্টেডিয়ামে টানা দ্বিতীয় জয়ের সন্ধানে টস জিতে ফিল্ডিংয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। এবারের বিশ্বকাপে এটি বাবর আজমের দলের প্রথম ম্যাচ। 

পাকিস্তান একমাত্র দল যারা আগের আট আসরের মধ্যে ছয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে। গতবার অস্ট্রেলিয়ায় ফাইনালে উঠলেও ইংল্যান্ডের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় তারা। 

এবার জয় দিয়ে শুরু করার লক্ষ্য তাদের। তবে শুরুতে বড় বাধা টস। আর টস জয়ের পর যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল বোলিং করার সিদ্ধান্ত নিয়ে জানান এ ম্যাচে রান তাড়া করা সহজ। এদিকে টস জিতলে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে বলে জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

  দুই দলের একাদশ  
যুক্তরাষ্ট্র :  স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক, উইকেটকিপার) অ্যান্ড্রিস গাউস, অ্যারন জোন্স, নীতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, জসদ্বীপ সিং, নোস্তুশ কেঞ্জিগে, সৌরভ নেত্রবালকর ও আলি খান।

  পাকিস্তান :  বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), উসমান খান, ফখর জামান, আজম খান, ইফতিখার আহমেদ, শাদাব খান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির ও হারিস রউফ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি