ঢাকাবুধবার , ৫ জুন ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

পদত্যাগপত্র জমা দিলেন মোদি

বার্তা কক্ষ
জুন ৫, ২০২৪ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর আজ বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন নরেন্দ্র মোদি। একই দিনে পদত্যাগপত্র জমা দেন তার নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদও।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবরে বলা হয়েছে, রাষ্ট্রপতি মুর্মু মোদি ও মন্ত্রিপরিষদ সদস্যদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এ বিষয়ে এক বিবৃতিতে বলা হয়, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত মন্ত্রীদের দায়িত্ব পালনের অনুরোধ করেছেন রাষ্ট্রপতি।

সংবাদমাধ্যমটির খবর থেকে আরও জানা যায়, আগামী শনিবার প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে পারেন মোদি। একই দিনে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাও রয়েছে।

ভারতের ১৭তম লোকসভার মেয়াদ শেষ হবে আগামী ১৬ জুন।

ভারতে সাত ধাপে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয় গতকাল মঙ্গলবার। এতে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি এককভাবে পায় ২৪০টি আসন। অন্যদিকে বিজেপির বাইরে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) অন্য দলগুলো পায় আরও ৫৩টি আসন। এ নিয়ে ২৯৩টি আসন পায় এনডিএ জোট।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি