ঢাকাবুধবার , ২১ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

ময়মনসিংহ বোর্ডে আফজালের দ্বিতীয় স্থান অর্জনে মিষ্টি বিতরণ

বার্তা কক্ষ
আগস্ট ২১, ২০২৪ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

মঞ্জুরুল হক,জামালপুরঃ
জামালপুর সদর উপজেলার খাস হাসিল উচ্চ বিদ্যালয়রে শিক্ষার্থী আফজাল হোসনে ২০২৪ সালের  এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডরে  ব্যবসায় শাখা থেকে মেধা বৃত্তি তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে।আফজালের এ অর্জনে খুশি হয়ে বিদ্যালয়ের   প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল্লাহ কায়সার ফারুক বুধবার দুপুরে মষ্টি  বিতরন করছনে। তিনি শহীদুল্লাহ কায়সার ফারুক বিদ্যালয়রে প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম ওরফ উজ্জলসহ সকল শিক্ষককে এ কৃতিতের  দাবিদার করেছেন।  আফজাল হোসেন  জামালপুর সদর উপজলোর কেন্দুয়া ইউনিয়নের  পন্ডিতপাড়া এলাকার মৃত নুরল ইসলাম ও মাতা মঞ্জিলা বেগমের  পুত্র।
জানাগেছে,জামালপুর সদর উপজেলার খাস হাসিল উচ্চ বিদ্যালয় থকে ২০২৪ সালের  এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছিলো ১৪৩ জন পরীক্ষার্থী।এর মধ্যে বানিজ্য বিভাগ থেকে অংশ নেয়২২ জন পরীক্ষার্থী।বিদ্যালয়রে ১৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে প্রতিষ্ঠানের  ধারাবাহিকতা ঠিক রেখেছে।বিদ্যালয়টি জামালপুর জেলা শহর থকে ১৮ কিলোমিটিার অদুরে জামালপুর সদর উপজেলার  মেস্টা ইউনিয়নের  হাসিল এলাকার  মৌজার নামে ২০১০ সাল খাস হাসিল উচ্চ বিদ্যালয় নামে প্রতিষ্ঠিত লাভ করে।এ প্রতিষ্ঠানে বর্তমান শিক্ষার্থী’র সংখ্যা ৬৫০ জনের মতো।এতে  শিক্ষক-কর্মচাররির সংখ্যা রয়েছে  মোট ৪৩ জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ওরফে উজ্জল  তার প্রতিষ্ঠানের  সুনাম ধরে রাখতে শিক্ষার্থীদের  পাশাপাশি তাদের অভিভাবকদের সহযোগিতা কামনা করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি