ঢাকাবুধবার , ২৮ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

প্রায় ২৩ কোটি টাকা মূল্যের  সাপের বিষ জব্দ করেছে বিজিবি

বার্তা কক্ষ
আগস্ট ২৮, ২০২৪ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইব্রাহিম হোসেন (জয়পুরহাট জেলা) প্রতিনিধিঃ ভারতে পাচারকালে ৩ কেজি ৬০১ গ্রাম ওজনের প্রায় সাড়ে ২৩ কোটি টাকা মূল্যের সাপের বিষ জব্দ করেছে জয়পুরহাট বিজিবি সদস্যরা। 

বুধবার (২৮ আগস্ট) দুপুরে বিজিবি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এর আগে বুধবার ভোর রাতে দিনাজপুরের বিরামপুরের নামাগোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে এ বিষ জব্দ করা হয়।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ জানান, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার নামাগোবিন্দপুর সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা সাপের বিষ পাচার করছে এমন গোপন সংবাদ পায় বিজিবির সদস্যরা।

এ সময় সেখানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। 
পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ জব্দ করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি