ঢাকাশনিবার , ১০ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

বকশীগঞ্জ সীমান্ত থেকে ২১ বাংলাদেশি আটক

বার্তা কক্ষ
আগস্ট ১০, ২০২৪ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের দীঘলা কোনা পাহাড়ি এলাকা থেকে সন্দেহভাজন ২১ বাংলাদেশিকে আটক করা হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত আনসার ভিডিপির সদস্যরা তাদের আটক করেন।

জানা যায়, বকশীগঞ্জ সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের দীঘলা কোনা খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সাধু আন্দ্রে ধর্মপল্লি পাহারা দিচ্ছিলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন আনসার ভিডিপির সদস্যরা। ওই রাতে কিছু ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়।

পরে ভারতীয় সীমান্তের কাছ থেকে ২১ জনকে আটক করা হয়। তারা বাংলাদেশি নাগরিক। বকশীগঞ্জ উপজেলাসহ বিভিন্ন জেলা থেকে তারা এ সীমান্তে এসেছিল। নিরাপত্তাজনিত কারণে রাতে তাদের স্থানীয় সাতানী পাড়া বিজিবি ক্যাম্পে রাখা হয়।

সাতানী পাড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার খন্দকার সাইফুল ইসলাম জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা গভীর রাতে কেন সীমান্তে গিয়েছিল, তা জানার চেষ্টা চলছে।

এ ব্যাপারে ধানুয়া কামালপুর ইউনিয়ন আনসার ভিডিপির দলনেত্রী নূরজাহান বেগম অঞ্জলি বলেন, গভীর রাতে নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখে আমরা তাদের আটক করি এবং বিজিবির ক্যাম্পে রাখি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দেশের চলমান পরিস্থিতির মধ্যে জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে কারও অনুপ্রবেশ না ঘটে সেদিকে নজরদারি বাড়াতে বিজিবির প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি