বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয়কে স্মরণীয় করে রাখতে ফরিদপুরের চরভদ্রাসনের উপজেলার বিভিন্ন দেয়ালে ছবি আঁকা ও দেয়াল লিখন করেছেন শিক্ষার্থীরা। ব্যতিক্রমী কর্মসূচির প্রতিপাদ্য ‘কথা বলে রং-ছবি, কথা বলে প্রতিবাদী স্লোগান’।
গত তিন সপ্তাহে সারা দেশে ঘটে যাওয়া নজিরবিহীন গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে উপজেলার বিভিন্ন দেয়ালে চলছে শিক্ষার্থীদের অভিনব এ কর্মসূচি।
শিক্ষার্থীরা বলেন, ৫ আগস্ট ছাত্র-গণঅভ্যুত্থান সংঘটিত হওয়ার পর থেকে সারা দেশের মতো চরভদ্রাসনে ও সড়কের শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি তারা উপজেলার বিভিন্ন জায়গার দেয়ালগুলোকে বেছে নিয়েছেন বিজয়কে ধরে রাখার মাধ্যম হিসেবে। শিক্ষার্থীরা মনের মাধুরী মিশিয়ে লিখছেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নানা প্রতিপাদ্য। রং আর তুলির নরম আঁচড়ে এঁকে দিচ্ছেন প্রত্যয় দৃঢ় চেতনার কারুকাজ।