নেলসনে দ্বিপাক্ষিক সিরিজের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিক নিউজিল্যান্ড। কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিলের ব্যাটে ভর করে ১৮০/৭ রানের বড় পুঁজি পায় স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৬৬/৭ রান সংগ্রহ করতে পারে ইংল্যান্ড। নেপিয়ারে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে শুক্রবার।
মানুকা ওভালে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টিম সাউদি। আগের ম্যাচে রানে ফেরা মার্টিন গাপটিল এদিনও ঝড়ো সূচনা এনে দেন দলকে। ১৭ বলে ৭ চারে ৩৩ রান তোলেন এই ওপেনার। তবে ৮ ওভারের মাঝে ৬৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে কিউইরা। এরপর অভিজ্ঞ রস টেলর ও ডি গ্র্যান্ডহোমের ৬৬ রানের জুটিতে ম্যাচে ফেরে স্বাগতিকরা। গ্র্যান্ডহোম ৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৫৫ রান করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।