ফরিদপুরের গণধর্ষণের শিকার হয়েছে এক পাটকলের নারী শ্রমিক (২৪)। এই ঘটনায় পুলিশ ধর্ষণকারী তিনজনকে আটক করেছে।
সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জেলার আলফাডাঙ্গা উপজেলার যুগিবরাট এলাকায় ঘটনাটি ঘটেছে।
ধর্ষণের শিকার ওই নারী বোয়ালমারীর উপজেলার ডোবরা এলাকার একটি জুট মিলে কাজ করতো।
ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার অনিসুজ্জামান জানান, ওই নারী শ্রমিক কাজ শেষে পাটকলের শ্রমিক পরিবহনের করে রাতে বাড়ি ফিরছিলেন। এসময় বাড়ির কাছাকাছি এলে পরিবহনটির চালকসহ চারজন তাকে ধর্ষণ করে। এই ঘটনাটি ধর্ষিতার মাকে জানালে সে পুলিশকে জানায়। আলফাডাঙ্গা থানা পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আরিফুল (২৬), গিয়াস (২৫) ও ইসরাফিলকে (২৬) আটক করে।
তিনি জানান, ভিকটিমকে ফরিদপুর মেডিকেল কলেজের (ওসিসি) ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
২৪ বাংলাদেশ নিউজ/অনলাইন ডেস্কঃ