সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে তরুণী ধর্ষণের মামলায় পুলিশের দেয়া অভিযোগপত্রের উপর নারাজি প্রদানে বাদি পক্ষকে এক সপ্তাহ সময় দেয়া হয়েছে। আগামী ১০ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করেন আদালত।
রোববার (৩ জানুয়ারি) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিতিতে বিচারক মোহিতুল হক এ তারিখ নির্ধারণ করেন।
আদালতের পিপি রাশেদা সাইদা খানম জানান, মামলার বাদি পক্ষ এ সময়ের মধ্যে অভিযোগপত্র পর্যালোচনা করবে। তাদের নারাজি না থাকলে অভিযোগ গঠনের মধ্য দিয়ে চাঞ্চল্যকর এ মামলার বিচারকার্য শুরু হবে।
গত ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ হোস্টেলে স্বামীকে আটকে রেখে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।নির্যাতিতার স্বামীর মামলার প্রেক্ষিতে ৮ জনকে অভিযুক্ত করে ৩ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
আজ শুনানি শেষে বাদি পক্ষকে নারাজির সময় দেয়া হয়। এদিকে একই মামলায় আদালতে জামিন চাইলে আসামী শাহ মাহবুবুর রহমান রনির আবেদন নামঞ্জুর করেছেন বিচারক।