রবিবার ভোরে সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিমানপথের সঙ্গে সঙ্গে স্থল ও নৌপথও খুলে দেয়ার কথা জানিয়েছে দেশটি। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে সৌদি গেজেট।
তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সাথে সাথে করোনার নতুন ধরনের সংক্রমণ রোধে বেশকিছু শর্ত আরোপ করা হয়েছে।
যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ যেসব দেশে করোনার নতুন প্রজাতি শনাক্ত হয়েছে সেসব দেশ থেকে সৌদি আরবে প্রবেশ করার পর বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এছাড়া যেসব সৌদি নাগরিক এসব দেশ থেকে সৌদিতে প্রবেশ করবেন, তাদেরকে বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেই সঙ্গে তাদের দুইবার পিসিআর টেস্ট করাতে হবে। প্রথমবার সৌদি প্রবেশের ৪৮ ঘণ্টার মধ্যে এবং দ্বিতীয়বার কোয়ারেন্টাইন শেষ হওয়ার ১৩ দিনের মাথায়।
ব্রিটেনে প্রথম করোনার নতুন প্রজাতি শনাক্ত হয়। এরপরই তা ফ্রান্স, সুইডেন, স্পেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ এবং দক্ষিণ আফ্রিকা, জর্ডান, কানাডা ও জাপানেও ধরা পড়েছে।
করোনাভাইরাসের নতুন সংক্রমন রোধে গত ডিসেম্বরের মাঝামাঝি আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় সৌদি। শুরুতে এক সপ্তাহের জন্য বন্ধ করলেও পরে এই নিষেধাজ্ঞা আরও এক সপ্তাহ বাড়ানো হয়।