শুক্রবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গাজীর কবরখোলা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মুকুল হোসেন মণিরামপুর উপজেলার শেরআলী মদনপুর গ্রামের আমিন মোড়লের ছেলে।
নিহতের স্বজনরা জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে গাজীর কবরখোলা এলাকায় মুকুল হোসেনকে দুর্বৃত্তরা মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে চলে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। কী কারণে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।
সূত্রঃ সময় নিউজ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।