বিশেষ প্রতিনিধিঃ
মণিরামপুরের ঝাঁপা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ দুই কেজি গাজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছেন।
রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝাঁপা ফাঁড়ি পুলিশের এএসআই মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ঝাঁপা এলাকার বেজিতলা ব্রিজ নামক স্থানে অভিযান চালিয়ে মাদকসহ ৪ মাদককারবারিকে আটক করতে সক্ষম হন বলে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে।
আটক মাদককারবারিরা হলো বেনাপোল পোর্ট থানা এলাকার সরবাংহুদা গ্রামের জামাত মোড়লের ছেলে জামাল হোসেন (৪৫), রঘুনাথপুর গ্রামের করিম বক্সের ছেলে আনারুল ইসলাম (৩৫), মানতা গ্রামের নারায়ন বিশ্বাসের ছেলে সত্যজিৎ বিশ্বাস (২৮) ও ভবেরবেড় গ্রামের আব্দুল লতিফের ছেলে বাবুল হোসেন (৪৭)।
আটকদের সোমবার সকালে মণিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।