কিশোরগঞ্জের বাজিতপুরে আন্তঃনগর ট্র্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ২ ঘণ্টা ৩০ মিনিট পর কিশোরগঞ্জ-ময়মনসিংহ-ভৈরব রুটে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।
আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন আসার পর সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর প্রভাতির ট্রেনটি বাজিতপুর উপজেলার কোনাপাড়া এলাকায় যাওয়ার পর সোমবার সকাল ১০টার দিকে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ের উপসহকারী প্রকৌশলী মো. জালাল উদ্দিন জানান, বিকল্প ইঞ্জিন আসার পর সোমবার দুপুর সাড়ে ১২টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সূত্রঃ সময় নিউজ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।