আবারও কঠোর লকডাউনের খবরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে কয়েক গুণ। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ফেরিতে গাদাগাদি করে ঘরে ফিরছে মানুষ।
ঘাট কর্তৃপক্ষ জানায়, শনিবার (১০ এপ্রিল) ভোর থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সব ফেরি চলাচল করছে। সামাজিক দূরত্বের কোনো বালাই নেই ঘাট এলাকায়। প্রত্যেক ফেরিতে গাদাগাদি করে পার হচ্ছে মানুষ। এ ছাড়াও ছোট ও মাঝারি যানবাহনে কয়েক গুণ বেশি ভাড়া গুনে ঘাটে আসছে মানুষ।
কঠোর লকডাউনের খবরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ আরও বাড়ছে। স্বাস্থ্যবিধি মানাতে কোনো কর্তৃপক্ষকেই ঘাট এলাকায় দেখা যাচ্ছে না। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে।
সিদ্দিক নামের এক যাত্রী জানায়, ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন তাই বাড়িতে যাচ্ছি। ঢাকা শহরে বসে বসে খরচ করার চেয়ে ১০০ টাকার ভাড়া ৫০০ টাকা দিয়ে আসলাম ঘাটে।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের এ জি এম জিল্লুর রহমান জানান, যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। এ ছাড়া আর কোনো প্রশ্নের উত্তর দিতে তিনি রাজি নয়।
সূত্রঃ সময় নিউজ