কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ একটি সিএনজি জব্দ করেছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যায় টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকস দল মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের বালুখালি খারিংগা ঘোনা এলাকায় একটি সিএনজিকে চ্যালেঞ্জ করে।
এরপর সিএনজি চালক ও এর এক আরোহী সিএনজিটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
এ সময় কর্তব্যরত পুলিশ সিএনজি তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা এবং মাদককারবারে ব্যবহৃত সিএনজিটি জব্দ করে।
তিনি আরও জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।