ইসরায়েল ও গাজার মধ্যে চলমান উত্তেজনার অবসান চেয়েছে ইতালি ও জার্মানি। বুধবার (১২ মে) দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনায় ইসরায়েল ও গাজার সংঘর্ষের বিষয়টি উঠে আসে। খবর আল জাজিরার।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মাইও এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা সব পক্ষকে দ্রুত উত্তেজনা পরিহারে আহ্বান জানাচ্ছি।’
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় ১৪ শিশুসহ ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক।
সংঘর্ষে ৬ ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েলির সেনাবাহিনী বলেছে, গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে প্রায় দেড় হাজার রকেট নিক্ষেপ করা হয়েছে।
টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।