ঢাকরবিবার , ১৩ জুন ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কমলনগরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৮

নিউজ ডেস্ক
জুন ১৩, ২০২১ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা ও ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের আটজন আহত হয়েছেন।

রোববার (১৩ জুন) বিকেলে তোরাবগঞ্জের চরপাগলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আওয়ামী লীগের সমর্থক মো. নাছির, সোহেল হোসেন, রুবেল হোসেন ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মো. কামাল, মো. রাসেল, বেলাল হোসেন, আনোয়ার উল্যাহ ও জবু উল্যা। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, তোরাবগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা মির্জা আশরাফুল জামান রাসেল ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান প্রার্থী ফয়সল আহমেদ রতন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফয়সল আহমেদ রতন বলেন, ঘটনার সময় চরপাগলা গ্রামে নৌকার নির্বাচনী কার্যালয়ে গিয়ে রাসেলের লোকজন তার দুই কর্মীকে মারধর করে। ঘটনাটি শুনে মোটরসাইকেল নিয়ে সেখানে যাই। এসময় রাসেলের কর্মী-সমর্থকরা তাদের ওপর হামলা করে। এতে তার পাঁচকর্মী আহত হয়েছেন।

মির্জা আশরাফুল জামান রাসেল বলেন, তোরাবগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনী কার্যালয়ে নেতাকর্মীরা বসে আড্ডা দিচ্ছিল। ঘটনার সময় বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে রতনের লোকজন আসেন। একপর্যায়ে রতনসহ তার লোকজন নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে তিনজনকে পিটিয়ে আহত করে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, খবর পেয়ে এসিল্যান্ড ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয়পক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কর্মকর্তা কিংবা পুলিশের কাছে কেউই অভিযোগ করেনি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অভিযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।