নারায়ণগঞ্জে সেজান জুসের কারখানা অনুমোদনে সরকারি কোন প্রতিষ্ঠানের গাফিলতি থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। রোবাবার সকালে এমনটাই জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।
এদিকে, আগুনের ঘটনার ৩ দিন পরেও নিখোঁজ শ্রমিকদের খোঁজে করাখানার সামনে ভিড় করছেন স্বজনেরা। জীবিত নয় মৃত মরদেহটি শেষবারের মতো দেখতে চান তারা। তবে, গত মাসের বেতন নিয়ে দুঃচিন্তায় পড়েছেন কারখানার শ্রমিকরা।
নারায়ণগঞ্জ -এর পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানিয়েছেন, সেজান জুসের কারখানা অনুমোদনে সরকারি কোন সংস্থার গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধেও মামলা করা হবে।
এদিকে, কারখানাটি বন্ধ থাকায় গত মাসের বেতন বোনাস নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারখানার ম্যানেজ্যারও জানালেন তার অসহায়ত্ত্বের কথা। শুধু বেতন-বোনাস নয় বেঁচে থাকা শ্রমিকেরা চাচ্ছেন ঘটনার সুষ্ঠ তদন্ত। শুধু মামলা আর গ্রেপ্তার নয়, দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন বেঁচে ফেরা শ্রমিকেরা।
টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে