বিশ্ব এখন করোনা সংক্রামনে অর্থনৈতি অবস্থা ভেঙ্গে পড়েছে। এ মহামারিতে অর্থনৈতিক মন্দার প্রভাব আমাদের দেশেও পড়েছে। দেশের অর্থনৈতিক বিদরা বলেন এই মন্দা কাটাতে না পারলে দেশও চরম বিপাকে পড়বে বলে মনে করেন। তবে বাংলাদেশ এর অর্থনৈতিক শক্তি ধীর গতিতে নিয়ে আসার চেষ্টা করা হলে দেশের ভবিষ্যৎ খুব ঝুঁকিতে পড়বে ।তাই বলবো কিছু কিছু প্রতিষ্ঠান যদিও প্রতিদ্বন্বিকতামুলক তাদের ধ্বংস নয় বরং পরিবর্তন বা পরিবর্ধন করে এগিয়ে যেতে হবে সামনের দিকে। বৈদেশিক রেমিট্যান্সও কমে গেছে। অর্থনৈতিক বিপ্লবের কৌশল ও গণতান্ত্রিক ধারা দুই প্লাটফর্মে আধুনিকতার সংযোজন করে টিম গঠন করতে হবে ।যেমন ধরাযাক কৃষিতে ভারত, কোরিয়া, পাকিস্তান, চীন, বেলারুশ, ইতালির কোম্পানির ইনভেস্টমেন্ট এর সুযোগ দেয়া যেতে পারে ,তাও ১০০ মিলিয়ন মার্কিন ডলার থেকে ৫০০ মিলিয়ন ।শর্ত একটাই এসব কোম্পানি আগেই বাংলাদেশে তাদের অর্থ একবছর ১দশমিক শূন্য এক পার্সেন্টেজ হারে জমা রাখতে হবে । অবশ্য এই ব্যাংক বাংলাদেশ সরকার বিদেশী মুদ্রায় করতে হবে ,যাতে থাকবে ডলার,ইউরো,রুপি ইত্যাদি ।ব্যাংকটিতে সরকার শত ভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে ।তবে বাংলাদেশী কোন নাগরিক এই ব্যাংকের গ্রাহক হতে পারবে না ।
টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে