সুমন ইসলামঃ
জামালপুর জেলার ইসলামপুর উপজেলার” নোয়াপাড়া ইউনিয়নে উলিয়া গ্রামে বাইছা নৌকা তৈরী হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে দিকে এ নৌকা তৈরীর ঘটনাটি আমাদের
দৃষ্টিতে আসে। প্রাচীন সময়কার গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা হলো নৌকা বাইচ। কিন্তু বর্তমানে নৌকা বাইচ খেলাটি সময়ের আবর্তনে বিলীন প্রায়। এমন সময় নোয়াপাড়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মশিউর রহমান বাদলে নেতৃত্বে” বাইছা নৌকা সুন্দরভাবে তৈরি হচ্ছে। উৎসবমুখর জনতার ভিড় গুলো দেখিয়ে দেয়”মানুষের আগ্রহের কথা ও গ্রাম বাংলার একটি স্মৃতিবিজড়িত নৌকাবাইচ খেলাটির কথা। মশিউর রহমান বাদল বলেন: বর্তমান করোনা পরিস্থিতি কারণে”মানুষ মুখ থুবরে পড়েছে। সে জন্য মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরীর জন্য আমার এবং এলাকাবাসীর এ উদ্যোগ গ্রহণ করা।এর ফলে নৌকা বাইচ খেলার মাধ্যমে এক অপরের সাথে একটি ভ্রাতৃত্ব পূর্ণ সম্পর্ক তৈরি হবে।
এ সময় এলাকাবাসী সাংবাদিকদের কাছে জানান। মশিউর রহমান বাদল ভাইয়ের সুন্দর উদ্যোগকে আমরা সাধুবাদ জানিয়েছি। এমনকি আমরা এলাকাবাসী যে যার মত করে বাঁশ-কাঠ ও শ্রম দিয়ে বাইছা নৌকা তৈরিতে কার্যক্রম চালিয়ে যাচ্ছি।আশা করি”দ্রুততম সময়ের মধ্যে আমাদের বাইছা নৌকা তৈরি হবে এবং আমরা খেলাটি জনসাধারণ কে দেখিয়ে আনন্দ দিতে পারবো।
টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে