কলারোয়ায় পৃথক অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে আদের আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে থানার এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে চন্দনপুর কলেজ সংলগ্ন এলাকায় অভিযানকালে বড়ালী (উত্তরপাড়া) গ্রামের রফিকুল মোল্লার ছেলে পলাশ মোল্লাকে (২৭) আটক করা হয়।
আটকের পর তার দেহ তল্লাশি করে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ফেনিসিডিলের আনুমানিক মূল্য ৪০ হাজার ৮ শত টাকা বলে জানা যায়।
এ ব্যাপারে, কলারোয়া থানায় আটকতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, অপর এক পুলিশি অভিযানে মাদক ব্যবসায়ী মিকাইল হোসেন (২৬) কে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদেরকে রোববার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে