রাজধানীর বিমান বন্দরের ঈর্শ্বাল কলোনী এলাকা থেকে ৯ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিমানবন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোঃ মিজানুর রহমান, মোঃ ইকবাল হোসেন ও শাহিন মিয়া।
বুধবার (১৫ ডিসেম্বর ২০২১) বেলা ০৩:৩৫ টায় বিমান বন্দরের ঈর্শ্বাল কলোনী এলাকা থেকে তাদেরকে গাঁজাসহ গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেয়া বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কায়কোবাদ কাজী ডিএমপি নিউজকে জানান, থানা পুলিশের একটি টহল টিম নিয়মিত দায়িত্বপালন করার সময় সংবাদ পায় বিমান বন্দরের ঈর্শ্বাল কলোনী এলাকায় কতিপয় ব্যক্তি গাঁজাসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষনিক ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বিকাল ০৩:৩৫ টায় ওই এলাকায় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। তখন গ্রেফতার করা হয় মিজানুর, ইকবাল ও শাহিনকে। আর তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৯ কেজি গাঁজা।
বিমানবন্দর থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের কর্মকর্তা।