আবদুল্লাহ আল নোমানঃ
রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ ইমামিন ও ইয়াকুব।
সোমবার (৩ জানুয়ারি ২০২২) সন্ধ্যা ৬:০০টায় খিলগাঁও থানার রেলগেইট জোড় পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা খিলগাঁও জোনাল টিম ।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহিদুর রহমান, পিপিএম ডিএমপি নিউজকে বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী খিলগাঁও থানার রেলগেইট জোড় পুকুর পাড় এলাকায় গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ইমামিন ও ইয়াকুবকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু হয়েছে।