মোঃ সুমন ইসলামঃ
জামালপুর জেলার ইসলামপুর উপজেলার হাড়িয়া বাড়ি উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচন
সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। গতকাল হাড়িয়া বাড়ি স্কুল প্রাঙ্গনে ভোটারদের সমাগম চোখে দেখার মত ছিল।
উক্ত প্রতিষ্ঠানের মোট ভোটার সংখ্যা ছিল ৩৪৮ জন। মোট প্রার্থী ছিল ৯ জন ।এর মধ্যে বিজয়ী হন ৪ জন।
০১ নাম্বার মোহাম্মদ লিয়াকত আলী ১৬৬ ভোট। ০২ নাম্বার মোহাম্মদ মজনু মিয়া ১২৩ভোট।
০৩ নাম্বার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মামুন ১১৮ ভোট ।
০৪ নাম্বার মোহাম্মদ ইসমাইল হোসেন ৯৬ ভোট পেয়ে বিজয়ী হন।
হাড়িয়া বাড়ি ম্যানেজিং কমিটি নির্বাচনে অভিভাবক পদে চার
জন প্রার্থী ০৩ বছরের জন্য নির্বাচিত হয়েছেন।