শিশুকে অপহরণের ৪৮ ঘণ্টা পর অভিযান চালিয়ে হবিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা ৩ জন হলেন— লক্ষ্মীপুরের কুসুম ওরফে সুমি (২৭), কুলসুমের সহযোগী বেলাল (২৯) এবং হবিগঞ্জের খোরশেদা বেগম (৫৫)।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে হবিগঞ্জের মাধবপুরের খররা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি কামরুজ্জামান বলেন, ‘আরজুর মা মুক্তা বেগম একজন পোশাক শ্রমিক এবং বাবা আব্দুল খালেক মাংস ব্যবসায়ী। গত ১৩ এপ্রিল শিশুটির মা তার বোন নাজমার কাছে দিয়ে কাজে যান। বোন অন্য একটি কাজে ব্যস্ত হয়ে পড়লে তার পরপরই বাসা থেকে নিখোঁজ হয় শিশু আরজু।’
‘মুক্তা ও আব্দুল খালেক দম্পতি বাসায় ফিরে খোঁজাখুঁজির পর না পেলে পুলিশকে জানান,’ বলেন ওসি।
তিনি বলেন, ‘পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর আসামি কুলসুমকে শনাক্ত করা হয় এবং তার বিস্তারিত তথ্য বের করে পুলিশ। বাচ্চাটি চুরির পর সুমি রৌফাবাদ থেকে কৌশলে আমিন কলোনি এলাকায় সোহেলের সঙ্গে আত্মগোপন করে। এরপর সোহেলের বাড়ি মৌলভীবাজার না গিয়ে হবিগঞ্জের মাধবপুর খররা গ্রামের নোয়াপাড়া এলাকায় আত্মগোপন করে। সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।’
সূত্রঃ দ্য ডেইলি স্টার