আগামী কয়েক দিনে দেশের নানা এলাকায় হানা দিতে পারে কালবৈশাখী। ময়মনসিংহ-সিলেটে ঝড়ের সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ৬০ থেকে ৮০ কিলোমিটার। সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস।
রাজশাহী, পাবনা, নওগাঁ ও যশোরের ওপর দিয়ে তিন দিন ধরে বইছে মৃদু তাপপ্রবাহ। এই অবস্থা থাকতে পারে আরে কয়েকদিন। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, আটত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস।
শনিবার রাজধানীতেও জনজীবন অতিষ্ঠ ছিল গরমে। আবহওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, উপকূলীয় জেলায় তাপমাত্রা তুলনামূলক কম হলেও আদ্রতা বেশি থাকায় গরমের অস্বস্তি ছিল বেশি। বৈশাখজুড়েই এ অবস্থা থাকতে পারে বলে আভাস দিচ্ছে আবহাওয়া অফিস।
এছাড়া আগামী কয়েকদিন সারা দেশেই দিন-রাতের তাপমাত্রা কাছাকাছি থাকতে পারে বলেও আভাস দেয়া হয়েছে।
সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট টিভি