বরখাস্তের আদেশ প্রত্যাহার ও নিজ পদে বহালের আদেশের পর কর্মস্থলে ফিরলেন পাবনার ঈশ্বরদীর আলোচিত টিটিই শফিকুল ইসলাম। সোমবার দুপুরে তিনি ঈশ্বরদী জংশন স্টেশনের টিটি ইজ সদর দপ্তরে যোগ দেন।
তবে শফিকুলকে এখনো ট্রেনের দায়িত্ব বণ্টন করা হয়নি।
এর আগে সকাল দশটার দিকে তিনি কাজে যোগ দিতে ঈশ্বরদী জংশন স্টেশনে টিটি ইজ সদর দপ্তরে পৌঁছান। কর্মস্থলে পৌঁছে তিনি বেশ খুশি।
তিনি জানান, ঊর্ধ্বতন এসআরআইটি (সিনিয়র ইন্সপেক্টর অব ট্রেইন) বরকতুল্লাহ আলামিনের কাছ থেকে ডিআরএম অফিস থেকে দেয়া কন্ট্রোল অর্ডারের (নং ২৮৬, তাং ৮ মে-২০২২) কথা তিনি জেনেছেন। এরপর সকালে অফিসে এসেছেন।
রোববার বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা কার্যালয় থেকে শফিকুলকে কাজে যোগদানের অনুমতি দেয়া হয়।
গত ৫ মে রাতে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ট্রেনে ওঠা তিন যাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করলে টিটিই শফিকুলকে সাময়িক বরখাস্ত করা হয়।
সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট টিভি