রাজধানীর নিকেতনের পাশে হাতিরঝিল থেকে ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লেকের পাশে ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
আজ বুধবার সকাল আটটার দিকে আবদুল বারীর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারণা, প্রথমে বুকে ছুরিকাঘাত করা হয়। পরে গলাকেটে আব্দুল বারীর মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
আবদুল বারী বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি নিউজের অনুষ্ঠান বিভাগের প্রযোজক হিসেবে কর্মরত ছিলেন।
আব্দুল বারীর সহকর্মীরা জানান, গত বছরের ডিসেম্বর থেকে ডিবিসিতে কাজ শুরু করেন তিনি। মঙ্গলবার তার ছুটির দিন ছিল। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।