আবার বাড়ল সয়াবিন তেলের দাম। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে হবে ২০৫ টাকায়। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম বৃদ্ধির ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানফ্যুাকচারার্স অ্যাসোসিয়েশন। যা শুক্রবার থেকে থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যের সঙ্গে সমন্বয় করতে দেশের বাজারেও দাম বৃদ্ধি করা হয়েছে। ১ লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ২০৫ টাকায়। যা আগে ছিল ১৯৮ টাকা।
আর ১২ টাকা বাড়িয়ে ৫ লিটারের বোতলের নতুন দাম ৯৯৭ টাকা। খোলা সয়াবিন তেল কিনতে হবে ১৮৫ টাকা লিটার দরে।
এক লিটার খোলা পাম তেলের দাম বেড়ে দাঁড়াল ১৫৮ টাকা। এর বেশি দামে তেল বিক্রি করা হলে ভোক্তা অধিকার আইনে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে।
এর আগে গত ৫ মে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়। করোনা ভাইরাস মহামারীর মধ্যে ইউক্রেইন যুদ্ধ শুরুর পর সয়াবিনসহ ভোজ্যতেলের দর বিশ্ববাজারে চড়তে থাকায় এক মাস আগেই সয়াবিন তেলের দাম লিটারে ৪০ টাকা বাড়ানো হয়েছিল। তার আগে দাম বাড়ানো হয়েছিল গত ফেব্রুয়ারিতে।