রাজধানীর উওরখান মাজার এলাকায় স্কুল পড়ুয়া এক ছাত্রীকে( ১৬)ধর্ষনের অভিযোগে গত বৃহস্পতিবার ১৬ জুন মামলা নং ২৯ মামলা হলেও গ্রেফতার করতে পারছেনা উওরখান থানা পুলিশ।
জানাগেছে,সোহেল(২০) নামে একজনকে জনতা আটক করার পর থানা পুলিশ গিয়ে গ্রেফতার করে।সোহেল থানাশ উপস্থিত হয়ে বলেন,প্রফেসরের ছেলে নাহিদ হক ডিয়ার তাকে টাকা নিতে পাঠিয়ে ছিলো।
অপরজন মামলার প্রধান আসামি সজিব( ৩৫) ও সাবেক ছাএলীগ নেতা ও প্রফেসরের ছেলে নাহিদ হক ডিয়ার কে গ্রেফতার করতে পারছে না উওরখান থানা পুলিশ।
সরেজমিনে গিয়ে জানা গেছে,ক্ষিপ্ত এলাকাবাসী বলছে পুলিশ তাদের উদাসীনতার কারনে কোন আসামি গ্রেফতার করতে পারছেনা।এই মামলার বিষয়ে একাধিক বাড় উওরখান থানায় অফিসার ইনচার্জ মজিদকে ফোন দিলেও তিনি ফোন তোলেন নি।
এদের বিরুদ্ধে এলাকাবাসী জানায়,বিভিন্ন সময়ে বখাটে ছেলেদের নিয়ে রাস্তা মারামারি,ইভটিজিং,অনৈতিক কর্মকান্ড, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলো এরা।এলাকার মানুষ এদের যন্ত্রনায় অতিষ্ঠ।
এই বিষয়ে উওরা জোনের উপপুলিশ কমিশন মোহাম্মদ মোর্শেদ আলম বলেন,অবশ্যই আসামিদের আইনের আওতায় আনা হবে।