ভোজ্যতেলের মতো এখন থেকে চাল, গম, পেঁয়াজ, রড এবং সিমেন্টসহ নয়টি পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার। ১৫ দিনের মধ্যে এসব পণ্যের যৌক্তিক দাম বের করবে ট্যারিফ কমিশন। নির্ধারিত দামের বেশি রাখা হলে জরিমানার পাশাপাশি আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
মঙ্গলবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান বাণিজ্যমন্ত্রী।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে টালমাটাল আন্তর্জাতিক নিত্যপণ্যের বাজার। অন্যান্য দেশের মতো নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশেও। চাল, ডাল, তেলের বাড়তি খরচে হিমশিম খাচ্ছে নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্তরাও। বাজার নিয়ন্ত্রণে দর বেঁধে দেয়া হলেও বাড়তি দাম রাখার অভিযোগ ক্রেতাদের।
নিত্যপণ্যের দাম নিয়ে মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকে বাণিজ্যমন্ত্রী জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে লাগাম দিতে ১৫ দিনের মধ্যে নয়টি পণ্যের যৌক্তিক দাম নির্ধারণ করবে ট্যারিফ কমিশন।
বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সাথে আলোচনা করে দাম ঠিক করা হবে। কিন্তু কারসাজি করে বাড়তি দামে পণ্য বিক্রি করলে শুধু জরিমানা নয়, মামলাও করা হবে বলে সতর্ক করেন বাণিজ্যমন্ত্রী।
চালের আমদানি শুল্ক কমানো হয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এতে আমদানিতে ৮ টাকার মতো খরচ কম পড়বে।