বেতন-ভাতা পরিশোধ না করেই হঠাৎ পোশাক কারখানা বন্ধ করে দেয়ায় রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। সকাল ৮ টা থেকে আরামবাগ-মতিঝিল সড়ক অবরোধ শুরু করে তারা। এতে ব্যস্ত সড়কে দেখা দেয় যানজট। মালিক পক্ষের কাছ থেকে কোনো আশ্বাস না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি শ্রমিকদের।
রাজধানীর আরামবাগের ওলিও এ্যাপারেলসে সোমবারও কাজ করে গেছেন শ্রমিকেরা। পরদিন সকালে কাজে এসে দেখেন কারখানায় ঝুলছে তালা। দেয়া হয়েছে বন্ধের নোটিশ। ক্ষুব্ধ শ্রমিকরা তাৎক্ষণিকভাবে শুরু করেন আন্দোলন। অবরোধ করেন আরামবাগ মতিঝিল এলাকার প্রধান সড়ক।
দীর্ঘ সময় ব্যস্ত সড়কটি আটকে রাখায় মতিঝিলের আশপাশের প্রতিটি সড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। শ্রমিকদের অভিযোগ, আগে থেকে না জানিয়ে গোপনে কারখানা বন্ধ করে দেয়ায় বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা।
কারখানা বন্ধ করতে হলে শ্রম আইন অনুযায়ী ৩ মাসের বেতন ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বুঝিয়ে দেয়ার দাবি শ্রমিকদের।
বিক্ষোভের কারণে যানজট ও বিশৃঙ্খলা এড়াতে শ্রমিকদেরকে বার বার সড়ক ছেড়ে যাওয়ার আহ্বান জানায় পুলিশ। তবে আগে দাবির বিষয়ে আশ্বাস চান আন্দোলকারীরা।
ওলিও এ্যাপারেলস পোশাক করাখানাটির মালিকানা বাফুফের সিনিয়র সহসভাপতি ও খুলনা থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য সালাম মুর্শেদীর।