ভুয়া র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. ইলিয়াস একজন প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-১০। বুধবার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার নিকট থেকে প্রতারণায় ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ অর্থ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, ইলিয়াস বিভিন্ন সময় ট্রাক ড্রাইভারদের টার্গেট করে র্যাব পরিচয়ে চাঁদা দাবি করত, চাঁদা দিতে রাজী না হলে নানা ভাবে হয়রানির প্রমাণও পেয়েছে র্যাব।
ভুয়া র্যাব সদস্য গ্রেপ্তারের বিষয়ে র্যাব-১০ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ফরিদ উদ্দিন জানান, ইলিয়াস বিভিন্ন সময় বিভিন্ন পিকআপ, মিনি-ট্রাক ও ট্রাক ড্রাইভারদের নিকট মোবাইল ফোনের মাধ্যমে নিজেকে কখনো ভুয়া মেজর, কখনো ভুয়া অতিরিক্ত পুলিশ সুপার এবং কখনো র্যাবের ভুয়া ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে মালামাল পরিবহনের উদ্দেশ্যে পিকআপ, মিনি-ট্রাক ও ট্রাক ভাড়া করত। পরে তার সুবিধাজনক স্থানে ডেকে এনে ড্রাইভারের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে যেত।
ইলিয়াসের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত আরও ৮টি মামলা রয়েছে বলেও জানিয়েছে র্যাব।