ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনেই বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। গত এক সপ্তাহে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ও শিশু ওয়ার্ডে ৯৬ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া বেশির ভাগ শিশু জন্মগত শারীরিক ক্রটি ও ঠান্ডাজনিত রোগে ভুগছিলেন।
শিশু ওয়ার্ডে রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম কিবরিয়া এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন ১০ থেকে ১২জন শিশু মারা যাচ্ছে জন্মগত শারীরিক ত্রুটি ও ঠান্ডাজনিত রোগে। গত এক সপ্তাহে নবজাতক ওয়ার্ডে মারা গেছেন ৭৪ জন এবং শিশু ওয়ার্ডে মারা গেছেন ২২ জন শিশু। নবজাতক ও শিশু ওয়ার্ডের ১১০ বেডে রোগি ভর্তি রয়েছে সাড়ে ছয়’শ।
ত্রিশাল থেকে আসা লায়লা বেগম বলেন, ‘ঠান্ডার সঙ্গে ডায়রিয়া হয়ে বাচ্চার পেট ফুলে যাওয়ায় গত শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ তাকে ভর্তি করিয়েছি। এখন বাচ্চার শারীরিক অবস্থা মোটামুটি ভালো।
চিকিৎসকরা বলছেন মারা যাওয়া শিশুদের মধ্যে বেশির ভাগই জন্মের সময় ওজনে কম হওয়া এবং ঠান্ডাজনিত কারণ রয়েছে।
নবজাতক ওয়ার্ডের বিভাগীয় প্রধান ডা.নজরুল ইসলাম বলেন, বাড়িতে কিংবা বেসরকারী হাসপাতালে যত্রতত্র ডেলিভারী করার কারণে অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ৯৫ শতাংশ নবজাতকেই মারা যাচ্ছে।
এদিকে নবজাতক মৃত্যুরোধে গর্ভবতী মায়ের যত্নের পাশাপাশি দক্ষ চিকিৎসক দিয়ে ডেলিভারী করার পরামর্শ বিশেষজ্ঞদের।