জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আগামী ১৬ জানুয়ারি বিএনপির কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ নেতা-কর্মীরাও সতর্ক অবস্থানে থাকবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে বিষোদগার আওয়ামী লীগ চায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বিরোধী দলকে আস্থায় নিয়ে রাজনীতি করার ইচ্ছা পোষণ করেছেন। কিন্তু বিএনপির হীনমন্যতার কারনে তা হয়নি।
এসময় আগামী এপ্রিল বা মে মাসে চট্টগ্রামে টানেলের উদ্বোধন করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঢাকার মতো চট্টগ্রামেও মেট্রোরেল করার উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে এই প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি হয়েছে। আগামী ৩১ জানুয়ারি এ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।