সরকার হামলা-মামলা দিয়ে বিএনপির চলমান আন্দোলন বন্ধ করতে পারবে না বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেনদলটির মহাসচিব।
এসময় মির্জা ফখরুল বলেন, ক্ষমতা ধরে রাখতে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দমন-নির্যাতন অব্যাহত রেখেছে। কিন্তু সরকার হামলা-মামলা দিয়ে বিএনপির চলমান আন্দোলন বন্ধ করতে পারবে না। সরকারের অত্যাচার যত বাড়ছে, বিএনপির আন্দোলনে মানুষের অংশগ্রহণ ততই বাড়ছে।
সরকারের অন্যায় আচরণ থেকে মানুষকে রক্ষা করতেই বিএনপি ১০ দফা কর্মসূচি দিয়েছে বলেও জানান তিনি। মির্জা ফখরুল আরও বলেন, দেশের উন্নয়ন, অর্থনীতি নিয়ে এখনও মিথ্যাচার করছে ক্ষমতাসীনরা। সাধারণ মানুষের কথা চিন্তা না করে বিদ্যুৎসহ একের পর এক নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে।
জিয়াউর রহমান বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ঐক্যের রাজনীতি শুরু করেছিলেন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান। তিনি বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ঐক্যের রাজনীতি শুরু করেছিলেন। আজকে দুর্ভাগ্যজনক এবং ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগ সেই অবস্থার পরিবর্তন ঘটিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
আগামী ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষ্যে বিএনপির নানা কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রমুখ।