ঢাকরবিবার , ২৯ জানুয়ারি ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আ. লীগ নয়, মুচলেকা দিয়ে বিদেশে পালায় বিএনপি নেতারা : প্রধানমন্ত্রী

বার্তা কক্ষ
জানুয়ারি ২৯, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কখনও দেশ ছেড়ে পালায় না। মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে বিএনপি নেতারাই। রোববার দুপুরে রাজশাহী মাদরাসা মাঠে মহানগর ও জেলা আওয়ামী লীগের জনসভায় তিনি এ মন্তব্য করেন।
সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে কাজ করে।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কখনও দেশ ছেড়ে পালায় না। মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে বিএনপি নেতারাই। দুর্নীতিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে।
জনসভায় সরকার প্রধান অভিযোগ করে বলেন, জনগণের জন্য কিছু করেনি বিএনপি-জামায়াত, লুটপাট করে নিজেদের ভাগ্য গড়েছে। আন্দোলনের নামে আগুন, সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজত্ব কায়েম করেছে। আর এখন আওয়ামী লীগের ডিজিটালাইজেশনের সুযোগ নিয়ে অপপ্রচার চালাচ্ছে।
নৌকার প্রতি বিএনপির কেন এত রাগ সেই প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নেতৃতে দেশ স্বাধীন না হলে বিএনপি কখনো ক্ষমতায় যেতে পারত না।
এ সময় রাজশাহীসহ সারা দেশের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে, আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে জনসভায় যোগ দিয়ে ২৬টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৬টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী।
এদিকে রোববার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় যোগ দিতে মাদ্রাসা মাঠে আসতেন শুরু করেন নেতাকর্মীরা। ৫ বছর পর রাজশাহীতে প্রধানমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় জনগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।