ঢাকমঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি পথ হারিয়ে পদযাত্রা শুরু করেছে : কাদের

বার্তা কক্ষ
জানুয়ারি ৩১, ২০২৩ ৯:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

পথ হারিয়ে বিএনপি পদযাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বিএনপির পদযাত্রা নিয়ে এ কথা বলেন তিনি।
সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন নির্বাচনে হেরে আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। এই কথার জবাবে ওবায়দুল কাদের বলেন, ওয়ান ইলেভেনে বিএনপি’র নেতারা পালিয়ে ছিল, আওয়ামী নেতারা জেল খেটেছে ,তারপরও পালিয়ে যায়নি। আর এখন পথ হারিয়ে বিএনপি পদযাত্রা শুরু করেছে।
ওবায়দুল কাদের বলেন, বিদেশি শক্তির হাত ধরে বিএনপি ক্ষমতায় আসতে চায়। আসন্ন নির্বাচনে ভরাডুবিই প্রমাণ করবে বিএনপি দলটি আসলেই কত দেউলিয়া হয়ে গেছে।
আওয়ামী লীগের শান্তি সমাবেশে আওয়ামী লীগ নেতা মতিয়া চৌধুরী বলেন, রাজনৈতিক নোংরামি নয় দেশের উন্নয়নী আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। রাজপথের আন্দোলনে আওয়ামী লীগের বিকল্প নেই। তবু জ্বালাও পোড়াও রাজনীতি আওয়ামী লীগ করে না। বিএনপি জ্বালাও প্রদানের রাজনীতি করে ব্যর্থ হয়েছে।
সম্প্রতি বিএনপি’র কথিত অহিংস আন্দোলনের বিপরীতে বঙ্গবন্ধু এভিনিয়তে শান্তি সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। আসন্ন নির্বাচনে বিএনপি সহ সকল বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবিলা করায় ছিল এই সমাবেশের প্রধান লক্ষ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।