সরকারি উন্নয়ন প্রকল্পের বরাদ্দের বিবরণী জনসম্মুখে প্রকাশ করতে যতো ভয় অকাজের জনপ্রতিনিধিদের।
অকাজের জনপ্রতিনিধিরা স্বীয় স্বার্থ হাসিল করতে প্রকল্পের ব্যয় তথা বরাদ্দের বিবরণীর সাইনবোর্ড প্রকল্প এলাকায় সাঁটিয়ে দিতে লুকোচুরিতে মগ্ন থাকতে দেখা যায়।

যার দরুণ অধিকাংশ উন্নয়ন প্রকল্পের বরাদ্দের বিষয়ে এলাকাবাসীর থাকে অজানা।
এতে দুর্নীতিবাজ জনপ্রতিনিধিরা সরকারি অর্থ লুটপাট করে নিজেদের পকেট ভরে।
পক্ষান্তরে, প্রকৃত জনপ্রতিনিধিরা লুকোচুরি করতে যেমন জানেন না। তেমনই সাতপাঁচ বুঝিয়ে সরকারি অর্থ নয় ছয় করতেও তাঁদের যতো অপছন্দ। বরং তাঁরা উন্নয়ন প্রকল্পের বরাদ্দের বিষয়ে জনসাধারণকে জানানোর উদ্দেশে বরাদ্দের যাবতীয় বিবরণী সাইনবোর্ড প্রকল্প এলাকায় সাঁটিয়ে দেন।
যার জ্বল জ্যান্ত প্রমাণ কবি হাসান হাফিজুর রহমান এঁর স্মৃতি বিজড়িত কুলকান্দী ইউনিয়ন।
এছাড়া শিক্ষার হার উপজেলা পর্যায়ে সর্বোচ্চ পাথর্শী ইউনিয়ন।
ওইসব ইউনিয়নের জনপ্রতিনিধিরা উন্নয়ন প্রকল্পের সরকারি বরাদ্দের অর্থ জনসম্মুখে উন্মোচন করতে ভয় পান না।
ইসলামপুর উপজেলা১২টি ইউনিয়ন উন্নয়ন প্রকল্প বরাদ্দের আওতায়, বেশ কিছু ইউনিয়ন সাইনবোর্ড নজরে আসে নি।
গ্রামীণ অবকাঠামো তথা রাস্তা মেরামত সহ শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ উঁচু করণে সরকারি বরাদ্দের বিবরণীর সাইনবোর্ড প্রকল্প এলাকায় সাঁটিয়ে দেওয়ায় কুলকান্দী ইউপি চেয়ারম্যান জনাব, আনিছুর রহমান এবং পাথর্শী ইউপি জনাব, চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু সাহেব কে মোবারকবাদ।