রাজধানীর বংশালে ভবন থেকে পড়ে মো. উজ্জ্বল মুন্সী (৩৫) নামে এক ডেকোরেশন ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
তাকে হাসপাতালে নিয়ে আসা ডেকোরেশন ইলেকট্রিশিয়ানের মালিক বিল্লাল মিয়া জানান, মৃত উজ্জ্বল মুন্সী আমার প্রতিষ্ঠানে ডেকোরেশন ইলেকট্রিশিয়ান মিস্ত্রি হিসেবে কর্মরত ছিল। আজ শুক্রবার সন্ধ্যার দিকে বংশাল থানাধীন মুকিম বাজার কবরস্থানের পাশে চান বাবুলের বাড়ির পাঁচতলা ভবন থেকে সাজসজ্জার বাতি খুলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায় সে। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, কামরাঙ্গীরচর বড়গ্রাম চেয়ারম্যান বাড়ির মোড়ে তাদের স্থায়ী বসবাস। দুই ছেলের জনক সে। তার বাবার নাম মৃত মো. ইউসুফ মুন্সী।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।