ঠাকুরগাঁওয়ে পৌর শহরের শান্তিনগর একুশে মোড় এলাকায় ছেলে গোলাম আজমের ছুরিঘাতে তার বাবা খুন হয়েছেন। রোববার দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ফজলে হক। তিনি জেলার পৌরশহরের একুশে মোড় শান্তিনগর এলাকার বাসিন্দা। পেশায় একজন কাঠ ব্যবসায়ী ছিলেন।
বাবাকে হত্যার পর থানায় নিজে আত্মসমর্পণ করেছেন ছেলে গোলাম আজম। পরে তার দেওয়া তথ্যমতে ফজলে হকের মরহেদ নিজ বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। পরিবারসহ স্থানীয়দের দাবী দীর্ঘদিন থেকে মানষিক সমস্যা রয়েছেন গোলাম আজম।
নিহত ফজলে হকের ভাতিজা শামসুজ্জামান জানান, গোলাম আযম দীর্ঘদিন মানষিক সমস্যায় ছিল।
হত্যা কান্ডের বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, আত্মসমর্পণ করা গোলাম আজম পৌর শহরের ফজলে হকের ছেলে। তিনি রুয়েট থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, তিনি বাড়িতেই থাকতেন।
ঠাকুরগাঁও পুলিশ সুপার আরও জানান, রাতে পরিবারের সকলে খাওয়া করে ঘুমিয়ে পড়ে। এরপর রাত ২টার দিকে থানায় আসেন নিহত ফজলে হকের ছেলে গোলাম আজম। তিনি নিজেই তার বাবাকে হত্যা করেছেন বিষয়টি স্বীকার করলে আমরা তাকে আটক করি। পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে তার বাড়িতে গিয়ে ফজলে হকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।