জামালপুর ইসলামপুরে পূর্ব গামারিয়া এলাকায়
আগুন লেগে ৩টি ঘড় আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে।
বুধবার (৮ই ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২টা সময় আগুন লেগে যায়,
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস জানায়, পার্থশী ইউনিয়নের পূর্ব গামারিয়া মৃত্যু বিল্লাল মিয়ার বাড়িতে আগুনের সূত্রপাত হয়।মূহুর্তেই আগুনের লেলিহান শিখা পাশের ঘড় গুলোতে ছড়িয়ে পরে। এসময় ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘন্টায় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ আগুনে ৩টি ঘড় ও আসবাবপত্র সহ ধান পড়ে যায়।
বাসিন্দা তাহের বলেন,আশেপাশে কোনো অগ্নি প্রতিরোধ মূলক ব্যবস্থা না থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হতে বিলম্বিত হয়। পূর্ব গামারিয়া থেকে ফায়ার স্টেশন টা দুরে থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে।
ইসলামপুর ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার তানভীর আহমেদ রুমান বলেন, আমরা খবর পাওয়ার পরপরই দুই ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হই। এখানে ক্ষয়ক্ষতির পরিমান এই মুহূর্তে জানা না গেলেও
৩টি ঘড় ও আসবাবপত্র সহ ধান পড়ে গিয়েছে। এছাড়া কেউই ক্ষয় ক্ষতি হয় নি । আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানা যায় নি।