বিএনপিকে জনদুর্ভোগ করে কর্মসূচি পালন না করার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিএমপি হেডকোয়ার্টারে এক সংবাদ সন্মেলনে কমিশনার এ কথা বলেন।
খন্দকার গোলাম ফারুক আরও জানান, বিএনপি কর্মসূচির নামে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করলে ব্যবস্থা নেবে পুলিশ।
কর্মদিবসে কর্মসূচি দিলে জনগণের ভোগান্তি বাড়বে উল্লেখ করে রাজনৈতিক দলগুলোকে আরও সহনশীল হবার আহ্বান জানান তিনি। বিএনপির নীতিনির্ধারকদের উদ্দেশে তিনি বলেন, সড়ক বন্ধ করে বৈধ কর্মসূচি না দিয়ে বড় বড় মাঠ আছে। সেখানে কর্মসূচি পালন করুন।
ডিএমপি কমিশনার জানান, বিশৃঙ্খলা না করলে বিএনপির কর্মসূচি পালনে বাঁধা দেবেনা পুলিশ।
এদিকে কর্মসূচি পালনে অনড় অবস্থানে আছে বিএনপি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।