তুরস্কে ভূমিকম্পে আটকে পরা একুশ জন বাংলাদেশিদের উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং একথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরচিালক সেহেলী সাবরীন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরচিালক সেহেলেী সাবরীন জানান, তুরস্কে ভূমিকম্প শুরু হওয়ার পর থেকে সেদেশে দুুটি হটলাইন সেবা চালু করা হয়েছে। আজাজ শহরে নিখোঁজ দুই বাংলাদেশি ছাত্র নুর আলম এবং গোলাম সাইদ রিংকুকেও উদ্ধার করা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তুরস্কের মতো সিরিয়ায়ও পাঠানো হবে বাংলাদেশের উদ্ধারকারী দল ও মেডিক্যাল টিম। বাংলাদেশিদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।