ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে ১৭ হাজার ৬০০ এবং সিরিয়ায় ৩ হাজার ৩৭৭ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা এক লাখের কাছাকাছি। কেবল তুরস্কেই আহত ৭০ হাজারের বেশি।
ভূমিকম্প কবলিত এলাকায় নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি, এবং জ্বালানির সংকট দেখা দেওয়ায় বেঁচে থাকাদের মৃত্যুর ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ভূমিকম্পের উৎপত্তিস্থল গাজিয়ানতেপ পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের ১০ হাজার লিরা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়াঁ। সেইসাথে দ্রুত শহর পুনর্গঠনের আশ্বাসও দিয়েছেন তিনি।
এদিকে প্রথমবারের মতো সিরিয়ায় পৌঁছেছে জাতিসংঘের ত্রাণবাহী গাড়ি বহর। খুব দ্রুত আরও সহায়তা পৌঁছানোর আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।