গত ৯-০২-২০২৩ ইং রোজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরার উত্তর খান থানায় সাংবাদিক কে হুমকির অভিযোগে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। উত্তরার মেধাবী উদীয়মান সাংবাদিক দি ক্রাইম নামক প্রিন্ট পত্রিকার উত্তরা রিপোর্টার ইজাজুল কে শফিক ইসলাম নামক জৈনক ছাত্রলীগ নেতা গত ০৯-০২-২০২৩ আনুমানিক সকাল ১১ঃ৩০ ঘটিকায় তার হোয়াটস অ্যাপ নম্বরে ফোন করে প্রাণ নাষের হুমকি দেয়। কথিত ছাত্রলীগ নেতা শফিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার দখলবাজি আর নানাবিধ অনৈতিক সরকার বিরোধী কাজের তথ্য তুলে সংবাদ প্রকাশ করা হলে তিনি বিগ্রেজান। পরে ঐ সাংবাদিক কে টাকার প্রলোভন দেখিয়ে নিউজ বন্ধের অচেষ্টা চালালে ঐ রিপোর্টার তার প্রলোভনে সাড়া না দিয়ে সিরিজ নিজকে আর তাতে ভূমিদস্যু শিফক তাকে প্রাণ নাষের হুমকি দেয়। এই ঘটনায় উত্তরার সাংবাদিক মহল তিব্র নিন্দা জানানোর পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণে তার বিরুদ্ধে উত্তর খান থানা অফিসার্স ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ করে। এ বিষয়ে উত্তর খান থানার দ্বায়িত্ব রত ওসি জনাব মজিদ বলেন, আমরা অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবো।