রাজধানীর উওরা সেক্টর ৪ ও ৬ এলাকায় প্রায় ২ মাস আগে থেকে সি পি পির কাজ চলমান রয়েছে। এতে করে জনদুর্ভোগ বেড়েই চলছে। স্বাচ্ছন্দ্যবোধে গাড়ি চলাচল না করার কারণে সৃষ্টি হচ্ছে যানযট।
রনি নামে একজন পথচারী বলেন সেক্টর এর মত এলাকায়, নিয়ম না মেনে অনিয়মের সাথে কাজ করছে।কিন্তু সিটি কর্পোরেশনের কোন ভূমিকা দেখা যায়নি।রাস্তার কাদামাটি আর পানি মিলে রাস্তায় সেতসেতে অবস্থা।এগুলো পরিষ্কার করার কোন উদ্যোগ নেই।
কামাল নামে আরেকজন পথচারী বলেন,রাস্তার মাটি কেটে সড়কের ওপর রাখা হচ্ছে। তিন চার দিন চলে গেলও এই মাটি অপসারণ করা হচ্ছে না। আমাদের চলাচলে অসুবিধা হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে,সড়কের পাশে মাটির স্তুপ।যে যার মত কেটে রাখছে।যে পরিমাণ রাস্তা কাটার অনুমতি আছে তার দ্বিগুণ কাটছে। কোন নজরদারী নেই সিটি কর্পোরেশনের।বিদ্যুতের অবৈধ সংযোগ নিয়ে মেশিন ব্যবহার করা হচ্ছে।
এই সকল অনিয়মের বিষয়ে সিটি কর্পোরেশনের অঞ্চল ১ এর ইঞ্জিনিয়ার মনরন্জনে মুঠোফোন ফোন দিলে তিনি বিভিন্ন ভাবে ব্যস্ততা দেখিয়ে কেটে পরছেন।
অনুসন্ধানে আরো বেড়িয়ে আগে থলের বিড়াল।মৌখিক ভাবে প্রায় দুই মাস আগে এই কাজের অনুমতি দেয় অঞ্চলের ১ এর ইঞ্জিনিয়ার মনরঞ্জন।কিন্তু এই কাজের সময় নির্ধারণ করা হয় ৪৫ দিন।সিটি কপোরেশনের ২৭ জানুয়ারী থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপের অনুমতি দেয়।কিন্তু ১০ ফেব্রুয়ারির আগে যে সকল রাস্তা কেটেছে তার কোন হিসেব দিতে পারিনি সিপিপি। পরবর্তী ধাপে ১১ তারিখ থেকে আরো ১৫ দিনের অনুমতি দেয় সিটি করপোরেশন। কেবল মাএ অনুমতি দিয়েই চুপ হয়ে আছে সিটি করপোরেশন।কত মিটার পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে কত মিটার কাটছে কোন খোঁজ নিচ্ছে না সিটি করপোরেশন প্রশ্ন থেকেই যায়।